হোম / রেসিপি / Sandwich Cake

Photo of Sandwich Cake by Mithai Choudhury Roy at BetterButter
758
11
0.0(4)
0

Sandwich Cake

Feb-08-2019
Mithai Choudhury Roy
30 মিনিট
প্রস্তুতি সময়
0 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • স্ক্যান্ডিনইভিআর অধিবাসী
  • আমিষ
  • সহজ
  • প্রতিদিন
  • মিশ্রণ
  • ঠান্ডা করা
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. পাউরুটির টুকরো --- ২০ টা
  2. ক্রিমচীজ ---- ১ কাপ
  3. মায়োনিজ --- ৩ টেবিল চামচ
  4. জল ঝরানো টকদই --- ১/২ কাপ
  5. টমাটো --- ১ টো গোল করে কাটা
  6. শশা ---- ২ টো পাতলা করে গোলগোল কাটা
  7. ডিম সেদ্ধ --- ৩ টে চামচ দিয়ে ম্যাশ করা
  8. নুন স্বাদ অনুযায়ী
  9. গোলমরিচ গুড়ো --- ১/২ চা চামচ
  10. সাজানোর জন্য
  11. পেঁয়াজ পাতা লম্বা করে কাটা
  12. ১/২ টোমাটো গোল করে কাটা
  13. গাজরের গোল টুকরো কয়েকটা
  14. মৌরিপাতা
  15. শশা গোল করে কাটা কয়েক টুকরো

নির্দেশাবলী

  1. পাউরুটির টুকরো গুলো সাইড দিয়ে কেটে নিলাম
  2. ডিমগুলো সেদ্ধ করে নিলাম
  3. দই ক্রিমচীজ আর মায়োনিজ নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ফেটিয়ে নিলাম
  4. পাউরুটি গুলো এই ভাবে সাজিয়ে নিলাম
  5. এবার ক্রিমের মিশ্রন দিয়ে দিলাম
  6. এই ভাবে শশাগুলো সাজিয়ে দিলাম
  7. আবার পাউরুটি দিয়ে ক্রিমের মিশ্রন দিলাম
  8. এবার টমাটো দিলাম
  9. আবার পাউরুটি দিয়ে ক্রিমের মিশ্রন দিলাম
  10. এবার ডিম দিয়ে দিলাম (ইলেকট্রিক কেটল এ সেদ্ধ করে নেওয়া)
  11. ডিমের উপর আবার পাউরুটি দিয়ে ক্রিমের মিশ্রন দিয়ে শশা দিলাম
  12. সবশেষে আবার পাউরুটি গুলো দিয়ে ক্রিমের মিশ্রন দিয়ে দিলাম
  13. এবার একটা প্লেট বসিয়ে চারপাশের বাড়তি পাউরুটিটা কেটে দিতে হবে
  14. এমনভাবে কাটতে হবে
  15. এইভাবে সাজিয়ে নিলাম

রিভিউ (4)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Sanchari Karmakar
Feb-12-2019
Sanchari Karmakar   Feb-12-2019

Daruun hoyeche

Lisha Mukherjee
Feb-12-2019
Lisha Mukherjee   Feb-12-2019

Supareb hoyacha di

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার